Site icon Jamuna Television

গুঞ্জন সত্যি করে আর্সেনালে গ্যাব্রিয়েল হেসুস

ছবি: সংগৃহীত

গুঞ্জন সত্যি করে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস। চুক্তির মেয়াদ নির্দিষ্ট করে না জানালেও লম্বা সময়ের জন্য তাকে দলে টেনেছে গানাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হেসুসের ম্যানচেস্টার সিটিকে বিদায় জানিয়ে নতুন ক্লাবে যাওয়ার খবর নিশ্চিত করেছে লন্ডনের ক্লাব আর্সেনাল। ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে দলে ভেড়াতে প্রায় ৪৫ মিলিয়ন ডলার গুনতে হয়েছে গানারদের। আর্সেনালের ৯ নাম্বার জার্সি গায়ে মাঠ মাতাবেন সিটিজেনদের হয়ে চারটি লিগ শিরোপা, তিনটি লিগ কাপ ও একটি এফএ কাপ জেতা ২৫ বছর বয়সী হেসুস।

২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে ক্যারিয়ার শুরুর পর ২০১৬-১৭ মৌসুমে গ্যাব্রিয়েল হেসুস পাড়ি জমান ইউরোপে; যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। সিটিজেনদের হয়ে ৯৫ গোল করতে তার সময় লেগেছে ৬ মৌসুম ও ২৩৬ ম্যাচ।

আরও পড়ুন: ছয় মাস পেছালো নেশনস কাপ

/এম ই

Exit mobile version