Site icon Jamuna Television

ছবিতে ৯ সেকেন্ডে রানি ভিক্টোরিয়াকে খোঁজার চ্যালেঞ্জ নিয়ে হইচই, আপনি পেলেন কতক্ষণে?

ছবি: সংগৃহীত।

বর্তমানে দৃষ্টিবিভ্রম’ বা অপটিক্যাল ইলিউশন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্রায়ই বিভিন্ন ধরনের ছবির ধাঁধাঁয় মেতে ওঠেন ইন্টারনেট ব্যবহারকারীরা। তেমনই একটি ছবি এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে। এই ছবি নিয়ে বেশ আলোচনা সৃষ্টি করেছে ইলিউশন প্রেমিদের মধ্যে।

ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, একটি জঙ্গল। সেখানে একজন নারী ও একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। পুরুষটি সামনের দিকে তাকিয়ে তার মাথার ক্যাপ খুলে হাতে ধরে রেখেছেন। এই ভঙ্গি ব্রিটিশ সংস্কৃতিতে কাওকে সম্মান দেখানোর জন্য মেনে চলা হয়। আর এই ছবির মধ্যেই লুকিয়ে আছে রানি ভিক্টোরিয়ার অবয়ব। সেই অবয়ব খুঁজতে হবে ৯ সেকেন্ডের মধ্যে। এই চ্যালেঞ্জ নিয়েছেন অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবির নিচে অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। কেউ কেউ রানির ছবি খুঁজে বের করতে এক মিনিট পর্যন্ত সময় নিয়েছেন, কেউ আবার দাবি করছেন তারা মাত্র ১২ সেকেন্ডের মধ্যে রানির ছবি খুঁজে পেয়েছেন। তবে ৯ সেকেন্ডের কম সময় রানির খোঁজ পেয়েছেন এমন লোকের সংখ্যা কম।

আপনি কি খুঁজে পেয়েছেন রানি ভিক্টোরিয়াকে? না পেলে আপনার জন্য রইলো ধাঁধাঁর সমাধান।

এসজেড/

Exit mobile version