Site icon Jamuna Television

বাইডেনকে শুভেচ্ছা জানানো হবে না, রীতি ভাঙছেন পুতিন

যুক্তরাষ্ট্রের জাতীয় দিবসে (৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানাবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিগত বছরগুলোতে দেশটির জাতীয় দিবসে রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পাঠানো হলেও এবার মানা হচ্ছে না সে রীতি। খবর রয়টার্সের।

অবশ্য এর ব্যাখাও দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানে ওয়াশিংটনের চরম ‘অবন্ধুত্বপূর্ণ’ আচরণের জেরে এবার পুতিন কোনো শুভেচ্ছাবার্তা পাঠাননি।

ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ বছর অভিনন্দন জানানোর মতো পরিস্থিতি নেই। যুক্তরাষ্ট্রের অবন্ধুসুলভ বিভিন্ন নীতিই এই পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী।

/এমএন

Exit mobile version