Site icon Jamuna Television

‘রামোস ইচ্ছা করেই এটা করেছে’

মিশরীয় ফুটবল সেনসেশন মোহাম্মদ সালাহ’র গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আহত হয়ে মাঠ ছেড়েছেন। এর ফলে তার বিশ্বকাপ মিশনই এখন শঙ্কার মুখে। মিশরবাসী তো বটে, বিশ্বজুড়ে সালাহর ভক্তরা তাই মুষড়ে পড়েছেন।

যার সাথে ধাক্কা লেগে এই ইনজুরি, সেই রামোসের ওপর ক্ষেপেছেন মিশরীয় সাবেক ফুটবল তারকা আহমেদ হোসাম মিদো। ঘটনার পরপরই এক টুইটে মিদো বলেন, ‘যারা ফুটবল খেলা বুঝে তাদের সবার কাছে পরিষ্কার রামোস এটি ইচ্ছা করেই করেছে।’।

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে যে কোনো খেলেয়াড় তার হাত সরিয়ে নিতে সক্ষম। কিন্তু রামোস সালাহ’র হাতকে ধরে রেখেছিলো।’

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধের ৩০ মিনিটে রিয়াল ডিফেন্ডার রামোসেকে কাটিয়ে বল বের করে নিতে চান সালাহ৷ এই সময় রামোসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁধে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন মিশরীয় ফরোয়ার্ড৷

মাঠে চিকিৎসক এসে চেষ্টা করেন মিশরের ‘মেসি’কে সুস্থ করার৷ চিকিৎসক মাঠ ছাড়ার পর খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন সালাহ৷ কিন্তু চোট গুরুতর হওয়ার জন্য মাঠ ছাড়তে বাধ্য হন ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলস্কোরার৷

Exit mobile version