Site icon Jamuna Television

গাইবান্ধায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত আসামি।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শামছুল আলম (৫৫) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের মৃত শমশের আলীর ছেলে। তিনি জিআর মামলা নং ২৭৯/১৮ (রংপুর) আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

সোমবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) মো. সেরাজুল হক সেরাজ জানান, শামছুল আলম দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি কৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি শামছুল আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার (৫ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version