Site icon Jamuna Television

উন্নতির দিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি

বৃষ্টিপাত বন্ধ থাকায় উন্নতির দিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। তবে নিম্নাঞ্চল থেকে এখনও নামেনি বানের পানি। তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি এখনও।

সুরমাসহ জেলার সবকটি শাখা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাধ্য হয়ে আশ্রয়কেন্দ্রেই দিন পার করছেন সেসব এলাকার বাসিন্দারা।

যারা বাড়িতে ফিরছেন, তাদের বেশিরভাগই আবিষ্কার করছেন ধ্বংসস্তুপ। কীভাবে ঘুরে দাঁড়াবেন তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে পানির জন্য দেখা দিয়েছে নানা প্রকার চর্মরোগ।

/এডব্লিউ

Exit mobile version