Site icon Jamuna Television

বিএনপি শেষ কবে আন্দোলন করেছে তা আ.লীগের মনে নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বিএনপি শেষ কবে আন্দোলন করছেে তা আওয়ামী লীগের মনে নেই বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দলটির নেতারা শুধু ‘ভাষণ শিল্পে’র বিকাশেই ব্যস্ত।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বন্যা দুর্যোগে বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দেয়। ত্রাণের নামে বন্যার্তদের মুড়ি কলা বিতরণ করে দলটি। তাদের কার্যক্রম ফটোসেশন ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের। এমন একটি দলের আন্দোলনের সক্ষমতাও নেই বলে জানান তিনি।

আরও পড়ুন: গায়ে আগুন দিয়ে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা, কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস হানিফের

/এম ই

Exit mobile version