Site icon Jamuna Television

ঘুষ না দিলে মারপিট করা সেই ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনকে থানা থেকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ। নওগাঁর পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন যমুনা নিউজের কাছে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে ওসি আকরাম হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়।

জানা গেছে, ওসি আকরাম হোসেন গত ১৬ মার্চ নওগাঁর নিয়ামতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কিন্তু মাত্র মাস দুয়েকের মধ্যেই তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণ, উৎকোচের টাকা না পেয়ে সেবা প্রত্যাশী সাধারণ মানুষকে মারপিটের অভিযোগ উঠে। এছাড়া ওই থানার এক নারী কনস্টেবলকে অনৈতিক প্রস্তাবের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

এসব ঘটনা উল্লেখ করে ওসি আকরামের দ্রুত অপসারণে পুলিশের উপড় মহলে লিখিত অভিযোগ দেন উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এসব ঘটনায় পুলিশ প্রশাসন ও স্থানীয়দের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনা ক্ষতিয়ে দেখতে জেলা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত করে। তদন্তে স্থানীয়দের করা অভিযোগের সত্যতা মিলেছে বলে জানা গেছে।

Exit mobile version