Site icon Jamuna Television

ইউক্রেন পুনর্গঠনে ৭৫ হাজার কোটি ডলার প্রয়োজন: ইউক্রেন প্রধানমন্ত্রী

রুশ আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইউক্রেন পুনর্গঠনে ৭৫ হাজার কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল। খবর এএফপির।

সোমবার (৫ জুলাই) এক বিবৃতিতে ইউক্রেনীয় প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক দেশগুলোকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গেল ২৪ ফেব্রুয়ারি হামলা শুরু করে রাশিয়া। আগ্রাসনের কারণে ধ্বংস হয়েছে ইউক্রেনের পুরো অবকাঠামো ব্যবস্থা। শত শত আবাসিক এবং বাণিজ্যিক ভাবন, স্থাপণা, ঐতিহাসিক স্থান, জাদুঘর ধ্বংস করেছে রুশ বাহিনী। আন্তর্জাতিক সহায়তা ছেড়ে ইউক্রেন পুনর্গঠন অসম্ভব বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে পশ্চিমের বিভিন্ন দেশে জব্দকৃত রুশ অর্থ ইউক্রেন পুনর্গঠনে ব্যবহারেরও আহ্বান জানান ডেনিস শমিহাল।

Exit mobile version