Site icon Jamuna Television

সৌদি ক্লাব আল ইতিহাদের দায়িত্বে নুনো

ছবি: সংগৃহীত

সৌদি আরবের ক্লাব আল ইতিহাদে যোগ দিয়েছেন টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ নুনো এসপিরিতো সান্তো। ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটির কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

গেল নভেম্বরে বাজে পারফরমেন্সের জেরে টটেনহ্যামের চাকরি হারান এই পর্তুগীজ কোচ। স্পার্সের হয়ে মাত্র ১৭ ম্যাচে ডাগআউট সামলেছেন তিনি। তবে সফল ছিলেন প্রিমিয়ার লিগের আরেক ক্লাব উলভারহ্যাম্পটনের হয়ে। চার বছরের দায়িত্বে উলভসকে প্রিমিয়ার লিগে তোলেন নুনো। হয়ে যান ক্লাবটির ফ্যান ফেভারিট।

এর আগে, স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ও পর্তুগীজ ক্লাব পোর্তোর কোচের দায়িত্বে ছিলেন নুনো। এবার প্রথমবারের মতো কাজ করবেন এশিয়ান ফুটবলে। সৌদি পেশাদার লিগে তৃতীয় সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন আল ইতিহাদ।

আরও পড়ুন: দলবদলের বাজারমূল্যে সেরা পঞ্চাশে নেই মেসি, রোনালদো নেই দুইশোতেও!

/এম ই

Exit mobile version