Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে মা ও ছেলে শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

ফাইল ছবি।

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলে শিশুকে খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত রাজিয়া সুলতানা কাকলীর মা খন্দকার তাছলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মঙ্গলবার (৫ জুলাই) সকালে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে।

প্রসঙ্গত, গত ২ জুলাই আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের উজান গোবিন্দপুর পশ্চিমপাড়া এলাকায় বিধবা নারী রাজিয়া সুলতানা কাকলী তার আট বছরের ছেলে তালহাকে নিয়ে রাতের খাবার খেয়ে আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে প্রতিবেশীরা তাদের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

এসজেড/

Exit mobile version