Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর ডি লিট সম্মাননা পাওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর অব লিটারেচার সম্মাননা পাওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেয়।

মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন, নিজ গুনেই আওয়ামী লীগ সভানেত্রী বিশ্বব্যাপী সম্মানিত হচ্ছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ তৃণমূলের জনগনের কাছে পৌঁছে দিতে কর্মীদের নির্দেশ দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

Exit mobile version