Site icon Jamuna Television

২৭ বছর পর স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন শাহরুখ-সালমান!

করণ-অর্জুনের পর একসাথে দেখা যেতে পারে দুই খানকে।

‘করণ অর্জুন’ সিনেমায় ভারতের জনপ্রিয় দুই অভিনেতা শাহরুখ খান ও সালমান খানকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। গুঞ্জন শোনা যাচ্ছে যে, ২৭ বছর পর আবারও স্ক্রিন শেয়ার করতে চলেছেন বলিউডের এই দুই খান।

জানা গেছে, ইয়াশ রাজ ফিল্মস এর কর্ণধার প্রযোজক আদিত্য চোপড়ার পরের সিনেমায় জুটি বাঁধছেন তারা। যেখানে দুই হিরোকেই অ্যাকশন চরিত্রে দেখবেন দর্শক।

সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে নতুন সিনেমার এই শুটিং। তবে সিনেমা পরিচালনা কে করবেন সেই বিষয়ে আপাতত কোনো কিছু জানা যায়নি। এদিকে ২৭ বছর পর এই জুটির কামব্যাকের খবরে খুশির হাওয়া বইছে ভক্তমহলে।

/এসএইচ

Exit mobile version