Site icon Jamuna Television

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ জানালো আইসিডিডিআর,বি

প্রতীকী ছবি।

দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। সপ্তাহ দুয়েকের বেশি ধরে সংক্রমণের এ হার বৃদ্ধি পেয়েছে। এবার দ্রুত গতিতে সংক্রমণ ছড়ানোর কারণ জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

মঙ্গলবার (৫ জুলাই) আইসিডিডিআর,বির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দ্রুত গতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন দুই সাব ভ্যারিয়েন্ট (বিএ.৪ এবং বিএ.৫) দায়ী। এসব সাব-ভ্যারিয়েন্ট উচ্চ সংক্রামক হলেও মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার কম বলে জানিয়েছে গবেষণা কেন্দ্রটি।

আইসিডিডিআর,বি এর ওই প্রতিবেদনে জানানো হয়, ওমিক্রনের এ দুই সাব-ভ্যারিয়েন্ট আগের সাব ভ্যারিয়েন্টগুলোর তুলনায় দ্রুত গতিতে ছড়াচ্ছে। তাতে দেশে করোনা সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছে। সাব-ভ্যারিয়েন্ট দুইটি সর্বপ্রথম ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল।

/এমএন

Exit mobile version