বিরোধী দলের সদস্যদের তোপের মুখে পড়ে পার্লামেন্ট থেকে চলে যেতে বাধ্য হয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার (৫ জুলাই) ঘটে এমন ঘটনা। খবর এনডিটিভির।
ঘটনাটির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন সংসদ সদস্য হার্শা ডি সিলভা। যাতে দেখা যায়, কিছু সংসদ সদস্য প্ল্যাকার্ড হাতে নিয়েছেন এবং ‘গোটা গো হোম’ স্লোগান দিচ্ছেন। এ সময় গোতাবায়া তার সহযোগীদের সাথে কথা বলেন এবং উঠে ঘর ছেড়ে চলে যান।
টুইটারে শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে হার্শা ডি সিলভা লিখেছেন, কয়েক মিনিট আগে শ্রীলঙ্কান রাষ্ট্রপতি পার্লামেন্ট ছেড়ে গেছেন। এটি ছিল অপরিকল্পিত এবং ইতিহাসে কখনও ঘটেনি। তাকে উঠে চলে যেতে হয়েছিল।
অত্যাবশ্যকীয় পণ্য আমদানির জন্য সরকারের বৈদেশিক মুদ্রা ফুরিয়ে যাওয়ার পর কয়েক মাস ধরেই চলমান মুদ্রাস্ফীতি এবং দীর্ঘ বিদ্যুৎ সমস্যায় ভুগছে এই দ্বীপরাষ্ট্রটি। জ্বালানি সংরক্ষণ করতে বন্ধ করে দিয়েছে অপ্রয়োজনীয় সেবা।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসে হামলা: সন্দেহভাজন আততায়ী পুলিশি হেফাজতে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আজ পার্লামেন্টে বলেছেন, দেশটি এখন দেউলিয়া এবং অর্থনৈতিক সঙ্কট অন্তত আগামী বছরের শেষ পর্যন্ত থাকবে।
জেডআই/

