Site icon Jamuna Television

খুলনায় স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ

খুলনা ব্যুরো:

খুলনার ডুমুরিয়ায় স্ত্রী ও এক বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মাহবুবুর মোড়লকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ সিনিয়র আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর মোড়ল পলাতক ছিল।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ আগস্ট সকালে পারিবারিক কলহের জের ধরে ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামে নিজ ঘরে মাহবুবুর প্রথমে স্ত্রী রেশমা খাতুন ও পরে এক বছরের শিশু কন্যা মারিয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনায় রেশমার পিতা আবুল কালাম বাদী হয়ে মাহবুবুরকে আসামি করে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন। ১২ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

ইউএইচ/

Exit mobile version