Site icon Jamuna Television

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা যাবে না

প্রতীকী ছবি।

ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনাে মােটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) বিআরটির প্রকৌশল শাখার পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত গত ১৪ জুন অনুষ্ঠিত সভার কার্যবিবরণী সংক্রান্ত স্বারকে এ তথ্য জানানো হয়।

তাতে জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মােটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনাে মােটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না। এ বিষয়ে পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধও করা হয়।

/এমএন

Exit mobile version