Site icon Jamuna Television

রাজশাহীতে স্টেশনের ওয়েম্যানকে হত্যার অভিযোগ

ফাইল ছবি

রাজশাহী মহানগরীতে গভীর রাতে সোহেল রানা নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোহেল রানা রাজশাহী রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের দেয়া তথ্য মতে, মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক বারোটার পর বেল্লালপাড়ার একটি মাঠে তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। সোহেল রানার পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version