Site icon Jamuna Television

স্লোভিয়ানস্কের বাজারে রুশ হামলায় নিহত ২

ছবি: সংগৃহীত

ইউক্রেনের স্লোভিয়ানস্কে বড় একটি মার্কেট লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে প্রাণ গেছে কমপক্ষে ২ জনের। এছাড়া আহত আরও ৭জন। রাতভর মিসাইল আর গোলাবর্ষণে বিধ্বস্ত বহু বাড়িঘর। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৫ জুন) দেশটির দোনেৎস্কের স্লোভিয়ানস্ক অঞ্চলের একটি মার্কেটে এ হামলা চালায় রুশ সেনারা।

দোনেৎস্কের গভর্নর জানান, একাধিক আবাসিক এলাকায় চলছে আগ্রাসন। পুতিন বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত নগরীর ছবি প্রকাশ করেন তিনি। আকুতি জানান অঞ্চলটির সাড়ে তিন লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়ার। লুহানস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর এবার দোনেৎস্কের শহরগুলো দখলে নজর দিয়েছে মস্কো। মূল টার্গেট স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক।

হামলায় কী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে বা এটি আঘাত হানার সময় বাজারে কতজন লোক ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।

এটিএম/

Exit mobile version