
বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় বাধা দিতেই বারবার নির্বাচন ও গঠনতন্ত্র নিয়ে মামলা করছে একটি মহল। এমন অভিযোগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ দুপুরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি নষ্ট করতে পেছন থেকে কলকাঠি নাড়ছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
এছাড়া তিনি আরও বলেন, নির্ধারিত সময় ২ অক্টোবর বিসিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা সফরে থাকা জাতীয় দলের সাথে পেসার রুবেল হোসেন যদি শেষ পর্যন্ত যেতে না পারেন তাহলে তাঁর জায়গায় মো. সাইফুদ্দিন অথবা কামরুল ইসলাম রাব্বীর মধ্যে যে কোন একজন দলের সাথে যোগ দেবেন
যমুনা অনলাইন/এফকে
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply