Site icon Jamuna Television

পরমাণু চুক্তির শর্ত পূরণে আন্তরিক নয় ইরান: যুক্তরাষ্ট্র

পরমাণু চুক্তির শর্ত পূরণে আন্তরিক নয় ইরান। বরং এই ইস্যুতে তাদের দাবিদাওয়া অযৌক্তিক। মঙ্গলবার (৫ জুন) বিবৃতিতে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। ইইউ’র উদ্যোগে দোহায় চলমান পরমাণু আলোচনায় তেহরানের ভূমিকা নিয়ে হতাশাও জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

নেড প্রাইস বিবৃতিতে বলেন, ইরান একের পর এক দাবিদাওয়া জানিয়ে যাচ্ছে, যা জেসেপিওএ চুক্তির শর্ত থেকে বহু দূরে। ইইউ’র উদ্যোগে হওয়া আলোচনায় তারা ইতিবাচক ভূমিকা রাখতে ব্যর্থ। তেহরান সব শর্ত মেনে নিলে আমরাও চুক্তিতে ফিরতে রাজি আছি।

এটিএম/

Exit mobile version