Site icon Jamuna Television

নতুন দুই মন্ত্রী পেল যুক্তরাজ্য

যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্টিভ বার্কলে ও অর্থ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন নাদিম জাহাভি। এর আগে মঙ্গলবার (৫ জুলাই) মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই পদ থেকে পদত্যাগ করেন সাজিদ জাভিদ ও ঋষি সুনাক। খবর দ্য গার্ডিয়ানের।

এর পরপরই তড়িঘড়ি নতুন নিয়োগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সরে দাঁড়ানোর পেছনে বরিসের নেতৃত্বের দুর্বলতাকে দায়ী করেন বিদায়ী দুই মন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন নবনিযুক্ত অর্থমন্ত্রী নাদিম। ভ্যাকসিন মন্ত্রী হিসেবেও ব্যাপক সুনাম কুড়িয়েছেন ইরাকি বংশোদ্ভুত এই রাজনীতিবিদ।

২০২১ এর জুলাইয়ে স্বাস্থ্যমন্ত্রী পদে নিয়োগ পান পাকিস্তানি বংশোদ্ভুত সাজিদ জাভিদ। এর আগে সামলেছেন অর্থ মন্ত্রণালয়ও। দু’জনের পদত্যাগের মধ্য দিয়ে আরও স্পষ্ট হলো কনজারভেটিভ পার্টির দলীয় কোন্দল। চাপের মুখে দলীয় নেতৃত্ব থেকে বরিস জনসন সরে দাঁড়াতে বাধ্য হলে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন ঋষি, সাজিদ।

এটিএম/

Exit mobile version