Site icon Jamuna Television

বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকির চাপ সামলাতে লোডশেডিং দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকির চাপ সামলাতে লোডশেডিং দিতে হবে। এজন্য এলাকাভিত্তিক রুটিন করে দেয়া হবে, যাতে ভোগান্তি কম হয়।

বুধবার (৬ জুলাই) সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হোন তিনি। বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে।

শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দেশের প্রত্যেকটা ঘরে পৌঁছে দিয়েছি। যুদ্ধের ফলে তেল, ডিজেলসহ প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। যার ফলে বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা ব্যয়বহুল হয়ে গেছে। ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। লোডশেডিং ছাড়া আপাতত কোনো উপায় নেই। বিশাল অঙ্কের টাকা আমরা ভর্তুকি দিয়ে যাচ্ছি। ভর্তুকি না কমালে সরকার টাকা পাবে কোথায়? বিদেশেও জিনিসের দাম বেড়ে গেছে। প্রত্যেকের সঞ্চয় বাড়াতে হবে, মিতব্যয়ী হতে হবে। বিদ্যুৎ খরচে সাশ্রয়ী হতে হবে। আশাকরি, দেশবাসী এতে সচেতন হবে।

বাংলাদেশ আধুনিক প্রযুক্তির দেশ হবে, এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, ১৫টি মোবাইল কোম্পানি দেশেই পণ্য উৎপাদন করছে।

/এমএন

Exit mobile version