Site icon Jamuna Television

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় স্কুলশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

ছবি: প্রতীকী

চট্টগ্রাম ব্যুরো:

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে করা মামলায় এক স্কুলশিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের একটি আদালত এ আদেশ দেন।

সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহউদ্দিন জানান, সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন। রায় ঘোষণার সময় ওই শিক্ষক আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষকের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর ওই শিক্ষকের বিরুদ্ধে হাতিয়ায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। সে সময় অভিযোগ করা হয়, ওই শিক্ষক তার ফেসবুক আইডি থেকে দুটি পোস্টে ধর্ম সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। এ অভিযোগে ওইদিনই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। তার ফেসবুক আইডি যাচাই করে অভিযোগের সত্যতা পায় পুলিশ। এরপর হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা দায়ের করেন।

আদালতের বেঞ্চ সহকারী কামরুল হাসান বলেন, ২০১৮ সালের ১০ জুন এই মামলার চার্জ গঠন করা হয়। আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

ইউএইচ/

Exit mobile version