Site icon Jamuna Television

কারও নামে গরুর নামকরণ ঠিক নয়: ওমর সানী

ছবি: সংগৃহীত

আর মাত্র কদিন পরেই কোরবানির ঈদ। এ উপলক্ষে দেশজুড়ে বসছে কোরবানির পশুর হাট। হাটে ক্রেতাদের আকৃষ্ট করতে বড় আকারের গরুগুলোকে নানান নামে ডাকা হচ্ছে। ‘বস’, ‘রাজাবাবু’, ‘টাইগারবাবু’, ‘ডন’, ‘কালামানিক’সহ আরও নানান নাম দেয়া হচ্ছে গরুর। এমনকি সিনেমার নায়ক ‘হিরো আলম’ এবং ‘জায়েদ খান’ নামেও গরুর নামকরণ করা হয়েছে।

তবে মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। মঙ্গলবার (৫ জুলাই) মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না।

ওমর সানীর পরামর্শ, আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।

কোরবানির পশুর হাটে তোলার আগে নিজের পালিত গরুর বিভিন্ন নাম দিয়ে থাকেন খামারিরা। কেউ কেউ অনেক আগে থেকেই প্রিয় প্রাণীটির নাম দিলেও, বেশির ভাগই বাড়তি আকর্ষণের লক্ষ্যে নামকরণ করেন। এক্ষেত্রে তারা বেছে নেন আলোচিত-সমালোচিত নামগুলো। যেগুলো নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। গরুগুলোর দামও হাঁকা হচ্ছে মোটা অংকে। মূলত নামের কারণেই গরুগুলো আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির পশুর হাটে উঠেছে ‘জায়েদ খান’

ইউএইচ/

Exit mobile version