Site icon Jamuna Television

নওগাঁয় ট্রাক চাপায় ৫ জনের মৃত্যু: ট্রাক চালক রেজাউল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর বলিহার এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি আরোহী ৫ জনের মৃত্যুর সেই ভয়াবহ ঘটনায় বেপরোয়া ট্রাক চালক রেজাউলকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাবের রাজশাহী নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মান্দা থেকে তাকে গ্রেফতার করে। আজ বুধবার (৬ জুলাই) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার।

তিনি জানান, সড়ক দুর্ঘটনার পর নিহতদের স্বজনরা পৃথক পৃথক মামলা করেন। মামলায় মূল আসামি করা হয় রেজাউলকে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিল ট্রাক চালক রেজাউল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কথা শিকার করেছেন।

প্রসঙ্গত, গত ২৪ জুন সকালের দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী নামক স্থানে একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয় ট্রাকটি। ঘটনায় ৪ শিক্ষকসহ ৫ জনের মৃত্যু হয়।

ইউএইচ/

Exit mobile version