Site icon Jamuna Television

পরামর্শ শুনে থানার মধ্যেই পুলিশকে পেটালেন যুবক! (ভিডিও)

ছবি: সংগৃহীত

পারিবারিক কলহের মামলায় পরামর্শ দেয়ার জন্য এক যুবককে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। তাকে এক পুলিশ কর্মকর্তা বোঝানোর চেষ্টা করতেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। তারপরই ওই পুলিশ কর্মকর্তাকে এলোপাথাড়ি মারতে শুরু করে। যুবককে থামাতে পাল্টা মার দিতেও দেখা যায় পুলিশ কর্মকর্তাকে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর আনন্দবাজার পত্রিকার।

সংবাদ সংস্থা এএনআই-কে মৈনপুরীর অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার মধুবন কুমার জানিয়েছেন, যুবকের বিরুদ্ধে পারিবারিক কলহের অভিযোগ দায়ের হয়েছে। যুবককে পরামর্শ দেয়ার জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল। এক পুলিশ কর্মকর্তা তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তাকে পরামর্শ দেয়ার চেষ্টা করেন। হঠাৎই ওই যুবক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালান।

তিনি বলেন, যুবকের পরিবার দাবি করেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছে। তবে এই দাবি সত্যি কিনা তা খতিয়ে দেখার জন্য চিকিৎসার সমস্ত নথি যুবকের পরিবারের কাছে চাওয়া হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাকে আটকও করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version