Site icon Jamuna Television

রাজধানীর পশুর হাটে এখনও জমে উঠেনি বেচাকেনা

কোরবানির ঈদের বাকি আর মাত্র তিন দিন। তবে এখনও রাজধানীর পশুর হাটে জমে উঠেনি বেচাকেনা। আগামীকাল বৃহস্পতিবার থেকে ক্রেতা-বিক্রেতাদের সমাগমে হাট জমজমাট হয়ে উঠবে বলে প্রত্যাশা সবার।

বুধবার (৬ জুলাই) সকাল থেকে হাট ঘুরে দেখা যায়, ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। যারা আসছেন তারা দরদাম করছেন। কিন্তু দামে বনিবনা না হওয়ায় কোরবানির পশু না কিনেই ফিরে যাচ্ছেন। অন্যান্য বারের তুলনায় এবার বড় গরুর সংখ্যা কম। রাজধানীর পশু হাটগুলোতে অবশ্য এবার মাঝারি আর ছোট গরুর চাহিদাই বেশি।

পাইকারদের আশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৃহস্পতিবার রাতের মধ্যে গরু এসে গাবতলীসহ নগরীর পশুর হাটগুলো ভরে যাবে। গরুর খাদ্য ও যানবাহনের খরচ বিবেচনা করে কিছুটা বেশি দামেই গরু-ছাগল বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা।

/এমএন

Exit mobile version