Site icon Jamuna Television

পদ্মা সেতুতে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়, ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা

ফাইল ছবি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঈদকে কেন্দ্র করে বাড়ি ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। নদী পারাপারের ভোগান্তি এড়িয়ে এবার ছুটছেন স্বপ্নের পদ্মা সেতু হয়ে। তবে সেতুতে বন্ধ আছে মোটরসাইকেল চলাচল। শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি রুটে ফেরিও বন্ধ। তাই ভোগান্তির অভিযোগ আছে মোটরসাইকেল আরোহীদের।

বুধবার (৬ মে) সকালে মুন্সিগঞ্জের মাওয়া টোলপ্লাজা এলাকায় দেখা যায় যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পাড়ি দিচ্ছে সেতু। ঈদ উপলক্ষে যানবাহনের চাপ ছিল লক্ষ করার মতো। তবে সেতু হয়ে যাওয়ার কারণে ফেরির তুলনায় সময় লাগছে খুবই কম। তাই সাচ্ছন্দ্যে আর নির্বিঘ্নে বাড়ি ফেরার পথ সুগম হওয়ায় খুশি সাধারণ যাত্রীরা। তবে যাত্রীদের চাপ বাড়ায় গণপরিবহনগুলোতে বেশি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

সেতুতে শৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। নিষেধাজ্ঞার কারণে বর্তমানে সেতুতে বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল। যেসব মোটরসাইকেল আসছে তাদের উত্তর থানা মোড় থেকে রোধ করা হচ্ছে। তবে সকাল থেকে পিকআপে পণ্য হিসাবে সেতু পার হতে দেখা যায় শতশত মোটরসাইকেল, অনেকে আবার পাড়ি দিচ্ছে ট্রলার যোগে।

এদিকে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে ফেরি বন্ধ। এতে বাড়তি খরচ ও ভোগান্তির কথা জানিয়েছে মোটরসাইকেল আরোহীরা।

এসজেড/

Exit mobile version