Site icon Jamuna Television

শিক্ষক উৎপল হত্যা: প্রধান আসামির স্বীকারোক্তি

আশরাফুল ইসলাম জিতু।

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতু হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বুধবার (৬ জুলাই) বিকেল তিনটার দিকে হত্যার দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কোর্ট পুলিশের ইন্সপেক্টর মতিউর রহমান মিঞা। এর আগে ৫ দিনের রিমান্ড শেষে সকালে জিতুকে আদালতে পাঠানো হয়।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর মতিউর রহমান মিঞা বলেন, সকালে আশরাফুল আহসান জিতুকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়। পরে দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজিব হাসানের আদালতে তোলা হলে জিতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ সময় আদালতের বিচারক রাজিব হাসান আসামির দায় স্বীকারের জবানবন্দি রেকর্ড করে দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য আমরা আদালতে পেশ করেছি। আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তারই এক ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইউএইচ/

Exit mobile version