Site icon Jamuna Television

ঘরমুখো মানুষের চাপে রাজধানীর সড়কে তীব্র যানজট

ঈদ যাত্রায় সড়কে তীব্র যানজটে নাকাল সাধারণ মানুষ। গাড়ির ধীরগতি আর প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে তাদের।

বুধবার (৬ জুলাই) সকাল থেকে তীব্র যানজট দেখা দেয় আব্দুল্লাপুর-আশুলিয়া বাইপাস সড়কে। এ সময় ভোগান্তিতে পড়েন ঈদে ঘরে ফেরা মানুষ। এদিন সকালে বৃষ্টি হওয়ায় আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে অসংখ্য খানাখন্দে জলাবদ্ধতায় ধীরগতিতে চলে যানবাহন। টঙ্গী-আব্দুল্লাহপুরের এই যানজটের প্রভাব পড়ে রাজধানীতেও। এয়ারপোর্ট হয়ে কুড়িল-বানানী-মহাখালী সড়কেও দেখা দেয় যানজট। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। ঘণ্টাখানেকর রাস্তায় কেউ কেউ বসে আছেন ৪ থেকে ৫ ঘণ্টা। অধিকাংশ গাড়ির চালক ও যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

/এমএন

Exit mobile version