Site icon Jamuna Television

আসামে বন্যার্তদের ১১ লাখ রুপি দান করলেন করণ জোহর

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সিলেট-সুনামগঞ্জের মতোই বন্যায় বিধ্বস্ত ভারতের আসাম। চরম দুর্ভোগে পড়া এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের পরিচালক করণ জোহর। বন্যার্তদের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ত্রাণ তহবিলে ১১ লাখ রুপি দান করেছেন তিনি। খবর বলিউড হাঙ্গামার।

শুধু করণ জোহরই নন। আসামে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের সাধ্যমতো অর্থ দান করেছেন বেশ কয়েকজন বলিউড তারকা। তাদের মধ্যে আছেন অর্জুন কাপুর এবং পরিচালক রোহিত শেঠি। তারা দু’জনেই ৫ লাখ করে দান করেছেন।

বিষয়টি নিজেই টুইটারে নিশ্চিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এসব তথ্য জানিয়েছেন তিনি। সেই সাথে আসামবাসীর জন্য অর্থ সহায়তা দেয়ায় তারকাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

এসজেড/

Exit mobile version