Site icon Jamuna Television

ঈদের সময় নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

ঈদের আগের ৫ দিন এবং পরের ৫ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন করা নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (৬ জুলাই) বিআইডব্লিউটিএ থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে গত ৩ জুলাই মহাসড়কে এক জেলা থেকে আরেক জেলায় বাইক চলাচল সাত দিনের জন্য নিষেধ করার কথা জানানো হয়। ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। এই আদেশের কারণে ঈদে এবার বাইকে করে বাড়ি ফেরার পথ বন্ধ হয়ে গেল। এমন নিষেধাজ্ঞার কারণে বাইকাররা তীব্র অসন্তুষ্ট ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

গেল ঈদুল ফিতরে লাখো মানুষ মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরেন। ফলে ঈদ ঘিরে বিভিন্ন সড়কে যে দীর্ঘ যানজট দেখা যেত, সেটি দেখা যায়নি। এতে গণপরিবহনেও বাড়তি ভিড় ছিল না।

ইউএইচ/

Exit mobile version