Site icon Jamuna Television

জ্বালানি আমদানিতে পুতিনের সহায়তা চাইলেন গোটাবায়া

ফাইল ছবি

জ্বালানি আমদানিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তা কামনা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে। বুধবার (৬ জুলাই) এক ফোনালাপে এ সহায়তা চান গোটাবায়া। খবর রয়টার্সের।

বুধবার (৬ জুলাই) এক টুইট বার্তায় লঙ্কান প্রেসিডেন্ট জানান, জ্বালানি সঙ্কট কাটাতে রুশ প্রেসিডেন্টের সাথে আলাপ করেছেন তিনি। এ সময় পুতিনের কাছে জ্বালানি আমদানির জন্য ক্রেডিট সুবিধাও চেয়েছেন বলে জানিয়েছেন গোটাবায়া রাজাপাকসে।

লঙ্কান প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার সাথে আমাদের বন্ধুত্ব আরও নিবিড় করতে পর্যটন, বাণিজ্য ও সংস্কৃতির মতো খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছি। পর্যটক আকর্ষণে প্রতিবেশী ভারতের পাঁচটি শহরে রোড শো করার কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও করোনাভাইরাসের প্রভাবে গত ৭ দশকের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। বৈদেশিক মুদ্রার ঘাটতিতে জ্বালানিসহ ওষুধ, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে দেখা দিয়েছে সঙ্কট। এ পরিপ্রেক্ষিতে দেশটির স্কুলগুলোর ছুটি বৃদ্ধি করেছে সরকার। সেই সাথে সরকারী কর্মজীবীদের হোম অফিসের নির্দেশনা দেয়া হয়েছে। সঙ্কট মোকাবেলায় ইতোমধ্যেই রাশিয়ার কাছ থেকে জ্বালানী কিনেছে শ্রীলঙ্কা। এছাড়াও রাশিয়ার থেকে আরও তেল কেনার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে দেশটির প্রশাসন।

/এসএইচ

Exit mobile version