Site icon Jamuna Television

ধরা পড়লো বিরল প্রজাতির নীল চিংড়ি

ছবি: সংগৃহীত

সম্প্রতি বিরল একটি নীল রঙের গলদা চিংড়ি ধরেছেন যুক্তরাষ্ট্রের এক জেলে। রোববার (৩ জুলাই) সামুদ্রিক এ চিংড়িটি ধরা পড়ে। তবে, সেটিকে ছেড়ে দিয়েছেন জেলে।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, সুইডিশ চিকিৎসা বিজ্ঞানী লার্স-জোহান লারসন নীর রঙের গলদা চিংড়িটির একটি ছবি নিজের টুইটারে পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, এই প্রাণীটি পোর্টল্যান্ডের উপকূলে ধরা পড়েছিল। এটা খাওয়া হয়নি। চিংড়িটি যেন আরও বড়ো হয়, সে জন্য পানিতে ছেড়ে দেয়া হয়েছে। টুইট পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রায় ৫ লাখের বেশি মানুষ টুইট রি-টুইট করে।

অনেকেই আবার রিটুইট করে ঘটনাটিকে সম্পূর্ণ সাজানো ও এডিট করা বলে দাবি করেছেন।

/এনএএস

Exit mobile version