Site icon Jamuna Television

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যসহ একাধিক কূটনীতিক গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যসহ বেশ কিছু বিদেশী কূটনীতিককে গ্রেফতার করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড। বুধববার (৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও বার্তা সংস্থা ফারস এমন তথ্য জানায়। খবর এএফপির।

ফারস জানায়, রেভোলিউশনারি গার্ড বেশ কিছু বৈদেশিক দূতাবাসের কূটনীতিকদের গুপ্তচরবৃত্তির জন্য চিহ্নিত করে গ্রেফতার করেছে। এছাড়া যুক্তরাজ্যের এক কূটনীতিককে দেশ থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন অবশ্য জানিয়েছে, জাইলস হুইটেকার নামের চিহ্নিত ব্রিটিশকে মধ্য ইরানে কূটনীতিকদের সাথে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার ব্রিটিশ হুইটেকার ২০১৮ সাল থেকে তেহরানে ডেপুটি হেড অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে বা তাদের জাতীয়তা কী, সে সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানানো হয়নি।

এটিএম/

Exit mobile version