Site icon Jamuna Television

রাজবাড়ী‌তে মা‌হেন্দ্রা উল্টে দুই গা‌র্মেন্টসকর্মীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি:

ঈ‌দের ছুটিতে বাড়ি ফেরা হ‌লো না ম‌তিয়ার রহমান (৩৫) ও আজিজুর রহমান (৩২) নামে দুই গা‌র্মেন্টসকর্মীর। বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দি‌কে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী জেলা শহরের মালিক সমিতির সামনে মা‌হেন্দ্রা উল্টে তারা নিহত হয়।

এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন শামীম মোল্লা (৩০) নামে আরেক ব্যক্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিহত ম‌তিয়ার রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দোহা‌রো গ্রামের আতর আলীর ছেলে ও আজিজুর রহমান একই এলাকার নজরুল জোয়ার্দারের ছেলে। আহত শামীম একই থানার ডাউ‌টিয়া গ্রামের হা‌বিল মোল্লার ছেলে।

জানা গেছে, ভোর রাত সাড়ে ৪টার দি‌কে ৯ জন যাত্রী নি‌য়ে দৌলত‌দিয়া ঘাট থেকে পাংশার উদ্দেশে রওনা হয় এক‌টি মাহেন্দ্রা। পথে এক‌টি তেলের পাম্প থেকে তেল নি‌য়ে আবার রওনা হলে রাজবাড়ী মালিক সমিতির সামনের সড়কের আইল্যান্ডের ওপর চাকা উঠে উল্টে দুই জন যাত্রী নিহত ও শামীম মোল্লা নামে আরেক যাত্রী আহত হয়।

রাজবাড়ী সদর থানার এসআই মো. মোয়া‌জ্জেম হো‌সেন ব‌লেন, এ ঘটনায় মা‌হেন্দ্রার চালক ও মা‌হেন্দ্রা আটক করা হ‌য়েছে।

ইউএইচ/

Exit mobile version