Site icon Jamuna Television

রাজধানীর মোহাম্মদপুরে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ৪

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাল টাকা তৈরির একটি ঘরোয়া কারখানায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। এ সময় ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ডিবির গুলশান জোনের ডিসি মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ঢাকা উদ্যানের পাশে অবস্থিত এই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার করা আসামিদের চারজনের মধ্যে এক নারী সদস্য রয়েছেন।

মশিউর রহমান জানান, জাল টাকা তৈরির এই চক্রের কাছে থেকে প্রায় অর্ধ কোটি টাকা জব্দ করা হয়েছে। একই সাথে টাকা তৈরি সরঞ্জামও জব্দ করা হয়। আসন্ন ঈদে কয়েক কোটি জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়ে এই কারখানা তৈরি করা হয়। এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version