Site icon Jamuna Television

যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদনে ছন্দপতন ঘটেছে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদনে ছন্দপতন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে গ্যাস-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। দ্রুতই এই সংকটের সমাধান হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এক বিবৃতিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন। নসরুল হামিদ বলেন, গত দুই বছরের বেশি সময় ধরে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রভাব সব জায়গায় পড়েছে। কোভিড-১৯ এর ধাক্কা যখন সবাই কাটিয়ে উঠছিল, তখনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সারা বিশ্বকেই গভীর এক সংকটে ফেলেছে। এই সংকট শুধু উন্নয়নশীল দেশেই না, অনেক উন্নত দেশেও এর আঁচ লেগেছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি মার্কেট চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। আন্তর্জাতিক খাদ্য পণ্যের বাজারও বেসামাল। বৈশ্বিক এই সংকট আমাদেরকেও বিপদে ফেলে দিয়েছে।

/এমএন

Exit mobile version