Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রাজু ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

রাজু ইসলামের পূর্ব নাম ছিল রাজু চন্দ্র বনিক। তিনি জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণ পাড়া বনিক বাড়ির সাধন বনিকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকালে দক্ষিণ পৈরতলা রেলগেটের পাশে ট্রেনে কাটা একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে রাতে চট্টগ্রামগামী কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে তার স্ত্রী আসেন।

ফাঁড়ি ইনচার্জ জানান, সোহাগী আক্তারকে বিয়ে করার সময় রাজু বনিক হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত হয়ে নতুন নাম রাখেন রাজু ইসলাম। বুধবার বাড়ি থেকে বের হয়ে আসেন রাজু ইসলাম ওরফে রাজু বনিক। সকালে তার মোবাইল নম্বরে কল দেয়া হলে এক ব্যক্তি রিসিভ করে জানান মোবাইলের মালিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

ইউএইচ/

Exit mobile version