Site icon Jamuna Television

গাইবান্ধায় ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে মারা গেছেন আব্দুল রহিম বাদশা নামে ৮০ বছরের এক বৃদ্ধ। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালুকপুর ইউনিয়নের তালুককানুপুর বাজারে এই ঘটনা ঘটে। বৃদ্ধ আব্দুর রহিম বাদশা তালুককানুপুর ইউনিয়নের বেড়ামলঞ্চা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান জানান, ঈদে ভিড় এড়ানোর জন্য ওয়ার্ড ভিত্তিক ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। দুপুরে রহিম মিয়া চাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তালুককানুপুর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে বসে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফ হোসেন জানান, আব্দুর রহিম বাদশা আগে থেকেই বয়সের ভারে অসুস্থ ছিলেন। ভিজিএফএফ এর চাল নিয়ে ফেরার পথে মারা যান তিনি। অসুস্থ থাকায় তার মৃত্যু হয়েছে।

এটিএম/

Exit mobile version