Site icon Jamuna Television

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা না করে সহযোগিতার আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বানের সমালোচনা না করে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে এমন পরিস্থিতি। এক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংকট সমাধান সম্ভব।

বৃহস্পতিবার (৭ জুলাই) সচিবালায়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। বলেন, করোনা ও যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি ও পরিবহন ব্যয় কয়েকগুণ বেড়েছে। অস্বাভাবিক দাম বেড়েছে। আমাদের বিদ্যুৎ খাত জ্বালানি নির্ভর। গত বছর বিদ্যুৎ খাতে ২৮ হাজার কোটি টাকা এবং জ্বালানি খাতে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।

বৈশ্বিক জ্বালানি সংকটের দিকে তাকাতে হবে বলেও এ সময় উল্লেখ করেন তথ্যমন্ত্রী। বলেন, অস্ট্রেলিয়াতে ১০-১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ইউরোপে হচ্ছে, ফ্রান্সে সাশ্রয়ের কথা বলা হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ; সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। এটা নিয়ে কিছু দল ও ব্যাক্তি সমালোচনা করছেন।

/এমএন

Exit mobile version