Site icon Jamuna Television

অক্টোবরে চালু হচ্ছে পরীক্ষামূলক মেট্রোরেল

আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মেট্রোরেল; এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল এর অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। জানিয়েছেন, প্রথম অংশ (আগারগাঁও পর্যন্ত) পরিচালনার জন্য নিযুক্ত জনশক্তির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের প্রথম দিন থেকেই পুরোপুরি সেবা দিতে পারবে মেট্রোরেল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম দুইটি প্যাকেজে একশ কোটি টাকার বেশি সাশ্রয় হবে। উত্তরা থেকে প্রথম ৪টি স্টেশনের এক্সিট এন্ট্রির কাজ শেষ হয়েছে। বাকিগুলোর রুফসিট স্থাপনের কাজ চলছে।

ইতোমধ্যে আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। বলা হয়, আগস্টের মধ্যে আগারগাঁও পর্যন্ত কোনও কাজ বাকি থাকবে না। মতিঝিল পর্যন্ত রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে। ইতোমধ্যে ১৪ জোড়া কোচ আনা হয়েছে। ১০টির পারফরমেন্স টেস্ট চলছে। নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। জরুরি সেবার আওতায় মেট্রোরেল লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে।

/এমএন

Exit mobile version