Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী হুমকি চীন, গোয়েন্দাদের সতর্কতা

চীনকে অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তায় দীর্ঘমেয়াদী হুমকি মনে করছে যুক্তরাষ্ট্র। এমন সতর্কতা জারি করেছেন মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা।

নজিরবিহীন যৌথ এক সংবাদ সম্মেলনে অংশ নেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আই ফাইভের প্রধান। এফবিআই পরিচালক ক্রিস্টোফার রের দাবি, নির্বাচনসহ মার্কিন রাজনীতিতে হস্তক্ষেপ করেছে বেইজিং।

এমআইফাইভ প্রধান কেইন ম্যাককালাম জানান, গত তিন বছরে চীনের কার্যকলাপের বিরুদ্ধে তারা
দ্বিগুণ তৎপর ছিলেন। প্রয়োজনে তৎপরতা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। বলেন, ২০১৮ সালের তুলনায় চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তদন্ত সাতগুণ বেড়েছে।

এদিকে, এফবিআই বলছে, চীন তাইওয়ানের দখলে নিলে বাণিজ্যে নজিরবিহীন বিপর্যয় দেখবে বিশ্ব।

/এডব্লিউ

Exit mobile version