Site icon Jamuna Television

মাদরাসা শিক্ষার্থী মোহসিনকে খুঁজছে পরিবার

মাদরাসা শিক্ষার্থী মো. মোহসিন হোসেন (৯) কে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ১৭ জুলাই বিকাল ৩টার দিকে নিজ বাসা থেকে মাদরাসার উদ্দেশে বের হয়েছিল মোহসিন এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

মোহসিনকে খুঁজে পেতে তার পিতা মো. সুন্দর আলী নিখোঁজের ৯ দিন পর অর্থাৎ গত ২৬ জুলাই ডিএমপির খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ১৬৬১।

নিখোঁজ মোহসিন রাজধানীর উত্তরপাড়া মাদ্রাসায় পড়াশোনা করতো। খিলক্ষেতের মধ্যপাড়া মনসুর আলীর বাড়ি থাকতো সে। তবে, তার স্থায়ী ঠিকানা শেরপুরের শ্রীবর্দী থানার পূর্ব চুনকান্দা গ্রামে।

হারিয়ে যাওয়ার সময় পাঞ্জাবি পরিহিত ছিল মোহসিন। এছাড়া ভেতরে অ্যাশ কালারের গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরা ছিল সে। তার আনুমানিক উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি। মোহসিন শ্যামবর্ণের ও গোলাকার মুখের অধিকারী। নিখোঁজের অভিভাবকের মোবাইল নম্বর: ০১৯৫৫৬৯৮১১৫।

জেডআই/

Exit mobile version