Site icon Jamuna Television

ঈদযাত্রায় সড়ক ও রেলপথে যাত্রীদের উপচে পড়া ভিড়

ঈদের বাকি আছে আর মাত্র একদিন। গ্রামে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। সড়ক পথ, রেলপথ; যে যেভাবে পারছেন বাড়ির পথ ধরছেন।

শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। রেলের ভেতরে জায়গায় না পেয়ে ছাদে উঠছেন অনেকে। সকাল বেশ কয়েকটি ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। কিন্তু এরমধ্যে একাধিক ট্রেন শিডিউল অনুযায়ী রেল স্টেশন ছেড়ে যেতে পারেনি। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

এদিকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঈদের ছুটি শুরু হওয়ায় সকাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন তারা। তবে সড়কে যাত্রীদের ভিড় থাকলেও পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না। এতে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।
পরিবহন কর্তৃপক্ষ বলছেন, যেসব পরিবহন যাত্রী নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গেছে, সেগুলো ফিরতে দেরি হচ্ছে। তাই গাড়ির সংকট দেখা দিয়েছে।

এছাড়া, নৌ পথে ও যাত্রীদের চাপ রয়েছে। তবে তুলনামূলকভাবে নৌ পথে নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন যাত্রীরা।

/এমএন

Exit mobile version