Site icon Jamuna Television

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২০ কিলোমিটার জুড়ে যানজট

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কে যানবাহনের চাপ।

স্টাফ করেসপনেডন্ট, টাঙ্গাইল:

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। ঈদকে কেন্দ্র করে এই রুটে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা ও টোল আদায় বন্ধের কারণেও যানবাহনের এই ধীরগতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে সদর উপজেলার রসুরপুর পর্যন্ত এ ধীরগতির সৃষ্টি হয়। থেমে থেমে চলার কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে শিশুরা বিপাকে পড়েছে। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে, অসুস্থও হয়ে পড়ছেন কেউ কেউ।

এ নিয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে এক ঘণ্টায় ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হবে বলে তিনি জানান।

এসজেড/

Exit mobile version