Site icon Jamuna Television

বড় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ অভিযান শুরু করলো ভারত

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড সফরে টেস্টে হারলেও ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে উড়ন্ত সূচনা করেছে ভারত। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছে সফরকারীরা। ভারতের দেয়া ১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

সাউদাম্পটনে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ রানে দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষাণকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় ভারত। তৃতীয় উইকেট জুটিতে দীপক হুদা ও সূর্যকুমার যাদবের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামাল দেয় ভারত। দীপক ১৭ বলে করেন ৩৩। আর ১৯ বলে ৩৯ রান আসে সূর্যকুমারের ব্যাট থেকে। পরে হার্দিক পান্ডিয়ার ৩৩ বলে ৫১ রানের ইনিংসে ১৯৮ রানের লড়াকু পুঁজি পায় ভারত। ইংল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট পান মঈন আলি ও ক্রিস জর্ডান।

বিশাল এই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। একপর্যায়ে ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে। পরে মঈন আলি ও হ্যারি ব্রুকের ৩৬ বলে ৬১ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও জয়ের জন্য তা পর্যাপ্ত ছিল না। ফলে ১৪৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ ৩৬ রান করেন মঈন আলি। আর হার্দিক পান্ডিয়া তুলে নেন ৪টি উইকেট।

জেডআই/

Exit mobile version