Site icon Jamuna Television

শেষ পর্যন্ত সরে যেতে বাধ্য হলেন নাদাল

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে উইম্বলডন থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে তার নাম প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।

পেটের পেশিতে ক্ষত নিয়ে কোয়ার্টার-ফাইনাল খেলেছিলেন নাদাল। টেলর ফ্রিৎজের বিপক্ষে পাঁচ সেটের সেই মহাকাব্যিক লড়াইয়ে বেশ বেগ পেতে হচ্ছিল তাকে। হাল না ছেড়ে শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান এবং ম্যাচ জিতে নেন। তবে সেমিফাইনালে খেলার মতো শারীরিক অবস্থা নেই এই স্প্যানিশ তারকার। নাম তুলে নেয়ায় অস্ট্রেলিয়ান তারকা কিরিয়স বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে গেলেন ফাইনালে।

সংবাদ সম্মেলনে নিজের সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করে নাদাল বলেছেন, পেটের পেশির যন্ত্রণার কারণেই আমি আসর থেকে সরে যাচ্ছি। এই অবস্থায় টানা দু’টি ম্যাচ জয়ের কথা ভাবতে পারছি না। শিরোপার চেয়ে আমার কাছে ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যই আসল। সূত্র: নিউইয়র্ক টাইমস।

আরও পড়ুন: বড় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ অভিযান শুরু করলো ভারত

জেডআই/

Exit mobile version