Site icon Jamuna Television

২৬ বছরের পুরনো মামলায় অভিনেতা রাজ বাব্বরের কারাদণ্ড

রাজ বাব্বর। ছবি: সংগৃহীত।

১৯৯৬ সালের একটি মামলার রায়ে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলিউড অভিনেতা ও রাজনীতিক রাজ বাব্বরকে। সেই সাথে ৮ হাজার ৫০০ রুপির জরিমানাও করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে কর্তব্যরত এক নির্বাচন কর্মকর্তাকে হেনস্থা করার অভিযোগ ছিল। খবর হিন্দুস্তান টাইমসের।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাজ বাব্বরকে এই সাজা দিয়েছে উত্তরপ্রদেশের একটি আদালত। মূলত সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৬ সালে লোকসভা নির্বাচনে লাখনৌ থেকে সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন রাজ। ওই সময় তার প্রতিপক্ষ ছিলেন অটলবিহারী বাজপেয়ী। ভোটের সময় এক নির্বাচন কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি।

এরই জেরে ওই বছরের ৯ মে ওয়াজিরগঞ্জ থানায় বাব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই নির্বাচন কর্মকর্তা। অভিযোগ ছিল, পোলিং বুথে ঢুকে কাজে বাঁধা দিয়েছেন রাজ। এমনকি পোলিং এজেন্টকেও হেনস্তা করেছেন তিনি। অভিযোগকারী ওই সরকারি কর্মকর্তার নাকে, গলায় ও ঠোঁটে আঘাত করার অভিযোগও করা হয় রাজের বিরুদ্ধে। এই মামলাতেই রাজ বাব্বরের উপস্থিতিতে ২ বছরের সাজার ঘোষণা দেন বিচারক।

এসজেড/

Exit mobile version